Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 


নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


ইতোঃপূর্বে বাস্তবায়িত ইনোভেশন ডাটাবেজ

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ

ক্রমিকনং ইতঃপূর্বে বাস্তবায়িতউদ্ভাবনীধারণা
 ডিজিটাইজকৃতসেবা/আইডিয়ার নাম
সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকরআছে কিনানা থাকলে কারণ সেবা গ্রহীতারা       প্রত্যাশিত ফলাফলপাচ্ছেন কিনা? সেবার লিংক
বিতরন  ট্রান্সফরমারের  চুরি  প্রতিরোধ  ব্যবস্থা
বর্তমানে আমাদের দেশে ট্রন্সফরমার চুরি একটি সাধারন দৃশ্য, যা বিদ্যুৎ খাতে অগ্রগতির পথে একটি মুল প্রতিবন্ধকতা। এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে একটি বাধা স্বরুপ। তাই এই সমস্যা সমাধানের জন্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে চোরদের হাত থেকে রক্ষা করার জন্য একটি জিএসএম ভিত্তিক ট্রান্সফরমার চুরি সুরক্ষার ব্যবস্থা তৈরী করা হয়েছে। এই সিস্টেমটি জিএসএম প্রযুক্তির কল পরিষেবার মাধ্যমে কর্তৃপক্ষকে ঘটনাটি  অবহিত করে। এছাড়াও স্পটে এলইটি লাইট জ্বলবে এবং এলার্ম চালু হয়ে আশেপাশে থাকা মানুষজনকে অবহিত করবে।

 সেবা/আইডিয়াটি কার্যকর 

আছে

সেবা গ্রহীতারা প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন