Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 


নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


Title
Gas And electricity
Details

বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় জনগণকে সচেতন করুন।।


প্রিয় সহকর্মীবৃন্দ,

আসসালামু আলাইকুম। 


আপনারা নিশ্চয় অবগত আছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে  বিশেষ করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি  পেয়েছে। জ্বালানির সাপ্লন চেইন ব্যবস্হা  ভেংগে পড়েছে। বিশ্বে আমাদের মত দেশসহ  উন্নত বিশ্বেও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, পাকিস্তানের অবস্থা আপনারা অবহিত আছেন।  জাপান, অস্ট্রেলিয়ার মত উন্নত ধনী দেশগুলোকেও  বিদ্যুৎ সরবরাহে পরিকল্পিতভাবে রেশনিং বা সাপ্লাই কাট করতে হচ্ছে। এতদসত্বেও মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বের কারনে আমাদের ওত কঠিন পরিস্হিতিতে পড়তে হয়নি। এজন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। 


কিন্তু  বর্তমানে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যেমন- গ্যাসের স্বল্পতার কারনে এই মূহুর্তে ১৫০০-১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। এছাড়া পায়রা কোল বেজড দূটি ইউনিটের  মধ্যে একটি ইউনিট ৬০০ মেগাওয়াট  রামপালের কাজের কারনে বন্ধ আছে। যেমন- গ্যাস স্বল্পতার কারনে ময়মনসিংহের আরপিসিএল এর ক্ষমতা ২১০ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে  মাত্র ৭০ মেগাওয়াট। 


এছাড়া আন্তর্জাতিক বাজারে এলএনজি'র প্রাইস খুবই volatile । দ্রব্য মূল্য prediction এর বাইরে। এসবই   বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি বিঘ্নিত হওয়ার মূল কারন। 


আসুন সবাই ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করি।  বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই। আমার আছে আমি ইচ্ছেমত বিদ্যুৎ ব্যবহার করবো এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। নিজের বাসা- বাড়ি, অফিস, মসজিদে এসি ব্যবহারে সংযত কিংবা পরিহার করি। এসব মেসেজ আমরা গ্রাহকদের সাথে শেয়ার করতে পারি। 


আশা করি  খুব শীঘ্রই এ পরিস্থিতির উত্তরণ ঘটবে।

খোদা হাফেজ।। 

সদস্য ( পিএন্ডডি),  আরইবি।

Attachments
Publish Date
05/07/2022
Archieve Date
31/07/2022