পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/
আসসালামু আলাইকুম ।
অদ্য ০৭/০৭/২৩ ইং তারিখ আনুমানিক রাত ৮:১৫ ঘটিকায় বাঘাবাড়ি পাওয়ার প্লান্টের ডিএস এ আগুন লেগে যায় এবং বাসবার ছিড়ে যায়। ফলে বাঘাবাড়ি-১ এবং বাঘাবাড়ি-২ নামক দুইটি ১৩২ কেভি সার্কিট ট্রিপ করে ভাংগুড়া ১৩২/৩৩ কেভি গ্ৰীড উপকেন্দ্র বন্ধ হয়ে যায়। উক্ত ঘটনায় কারণে পাবনা গ্ৰীড হতে মাএ ১৩ মে:ও: এবং ঈশ্বর দী গ্ৰীড হতে মাএ ০৮ মে:ও: বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে ৬৫ মে:ও: লোডশেডিং এবং ২৬০০০০গ্ৰাহক বন্ধ আছে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত ৷
মোঃ আকমল হোসেন
জেনারেল ম্যানেজার
পাবনা পবিস-১।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS