Wellcome to National Portal


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র

(Overview of the Performance of Pabna PBS-1)


সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনাঃ

সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ (২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২)ঃ

 

পাবনা জেলার চাটমোহর, ভাংগুড়া, ফরিদপুর, আটঘরিয়া, ঈশ্বরদী (আংশিক), পাবনাসদর (আংশিক), উল্লাপাড়া (আংশিক), তাড়াশ (আংশিক) উপজেলা সমন্বয়ে ১১৫২বর্গ কিঃমিঃ এলাকা নিয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ গঠিত। বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ বাস্তবায়নের অংশ হিসাবে ঘরে ঘরে নিরবচ্ছিন্ন, মানসম্মত ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাবনা পবিস-১ এর সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহ (২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২)নিম্নরুপঃ


অর্থবছর

গ্রাহক সংযোগ

নির্মিত লাইন

বকেয়া মাস

সিস্টেম লস

২০১৯-২০২০

১৯০২০

২০০.২৩৭কিঃমিঃ

১.৭৬

১২.২৮%

২০২০-২০২১

২১৫৪০

৩২০.২৪৫ কিঃমিঃ

০.৮৫

৯.৮৮%

২০২১-২০২২ (মে/২২)

১৫০৭৭

১৪৩.১৪০ কিঃমিঃ

১.০৪

৭.৭৭%



গ্রামীন জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মনোন্নয়নের লক্ষ্যে অত্র সমিতির মে/২০২২ খ্রিঃ পর্যন্ত ১১টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং ৫৪৭৬.৫৯৪কিঃমিঃ বিতরণ লাইন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। মে/২০২২ খ্রিঃ পর্যন্ত ৩,৬০,৬৯৫ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বর্তমানে ডিএনই প্রকল্পের আওতায় ০১টি উপকেন্দ্র , আটঘরিয়া-২ (শিবপুর/একদন্ত) নির্মাধীন উপকেন্দ্রের নির্মাণ কাজ চলমান আছে এবং আগামী ডিসেম্বর/২০২২ খ্রিঃ মাসের মধ্যে চালু হতে পারে। এই ০২টি উপকেন্দ্রের ৩৩ কেভি লাইন সহ ১১ কেভি সংযোগ লাইন নির্মান ইতিমধ্যে  সম্পন্ন হয়েছে । এছাড়াও ভাঙ্গুড়া গ্রীড উপকেন্দ্র হতে চাটমোহর-২ উপকেন্দ্রের জন্য আলাদাভাবে ৬ কিঃমিঃ ৩৩ কেভি লাইন নির্মান পূর্বক ২০/০৬/২০২২ খ্রিঃ তারিখে চালু করা হয় এবং বাপবিবোর্ডের এসইএন্ডডি পরিদপ্তরের অনুমোদনক্রমে সমিতির নিজস্ব অর্থায়নে সংগ্রহকৃত ১০/১৪ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার দ্বারা জুন/২০২২ মাসের মধ্যেই ঈশ্বরদী-৩ উপকেন্দ্রটির ক্ষমতা ১০ এমভিএ হতে ২০ এমভিএ উন্নীত করা হয়েছে। পাবনা পবিস-১ এবং নাটোর পবিস-২ এর নিজস্ব অর্থায়নে ০৮টি বে-ব্রেকার সমৃদ্ধ ঈশ্বরদী গ্রীড উপকেন্দ্র হতে একটি সুইচিং স্টেশন নির্মানের লক্ষ্যে বাপবিবোর্ডের মাধ্যমে পিজিসিবি, ঢাকা কর্তৃপক্ষের নিকট হতে ডিজাইন ও ড্রয়িং অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে এবং পাবনা (নুরপুর) গ্রীড উপকেন্দ্র হতে ০৮টি বে-ব্রেকার সহ সুইচিং স্টেশন নির্মানের লক্ষ্যে বাপবিবোর্ডের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয়েছে। নেসকো লিঃ, পাবনার সহিত জায়গা (স্থান) নির্ধারণ জটিলতা থাকায় কাজ বন্ধ আছে। উক্ত ০২টি গ্রীড উপকেন্দ্রে সুইচিং স্টেশন নির্মিত হলে অত্র সমিতি আরও ০৩টি নতুন ৩৩ কেভি ফিডারের লাইন নির্মান পূর্বক বিদ্যুৎ গ্রহন করতে পারবে। ফলে পবিসের বিদ্যুৎ গ্রহনের সক্ষমতা বৃদ্ধি পাবে। বর্তমানে অত্র সমিতিতে ১১টি ৩৩/১১কেভি উপকেন্দ্র হতে ৭৯টি ১১ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে এবং আগামী ২০২২-২৩ অর্থবছরে আরও ১৩টি ১১ কেভি ফিডার নির্মানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। অত্র  সমিতির ভৌগলিক এলাকায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে গ্রাহক ঘনায়ন করা হচ্ছে।